সময়-অসময়ে মননে অজ্ঞানতায়
হাতের মুঠোয় যান্ত্রিকতা!
ধার্মিক বক! বক যেন আত্ম-মগ্নতায়!
গোপন উন্মাদনাও বেজায় তুঙ্গে-
কারোর মতে পাগলামীটা পাগলের-ও অজানা!
কারোর আবার সেই উল্লাস প্রাণ-সখা
নতুন কিছু দিল-খাজানা!
বাঁচাবাঁচি রোজনামচায় যন্ত্র-মন্ত্রে
দিনরাত্রির আবশ্যক!
নেশার বৃত্তে তন্নতন্ন পঞ্চইন্দ্রিয়ে
ব্যস্ততার-ও তুখোড় ঝোঁক!