যদি,
তুমি জোছনা ভেজা নির্জন রাত্রি হও,
নিঃশব্দ মৌণতায় প্রকৃতিতে থাকো বিলীন।
আমার অন্তরতম অন্তরে লক্ষ নক্ষত্রের ভিড়ে,
মিটিমিটি চেয়ে থাকো নীলিমায় অমলিন।।
তবে,
আমিও রব ওই পবিত্র আকাশেরই নীলে,
শীৎকারের আলোড়নে ওড়াব নীলিমার আঁচল।
কাঙ্খিত লক্ষ্যে পুঞ্জিভূত মেঘেদের ভিড়ে,
স্বপ্নদ্বীপে ডানা মেলে ভেসে রব অবিচল।।
যদি,
কখনও আমার আঁখির রঙিন স্বপ্ন হও,
থাকো আমার সমস্ত অচিন কল্পলোক জুড়ে।
সকল সুখের অনুভূতি দিয়ে রাঙিয়ে চঞ্চল হৃদয়,
থাকো অনুরাগের ছোঁয়ায় অজস্র স্বপ্নের মাঝারে।।
তবে,
আমিও কোনো অভিলাষে নয় অনুভবের প্রতিটি রন্ধ্রে,
চাই তোমাকে সকল মান- অভিমানের সুরে।
বৃষ্টিভেজা সকল স্বপ্নগুলো জমা চোখের কোনে,
উজ্জ্বল স্নিগ্ধ আন্তরাকাশে অবচেতন মন স্মৃতি কাড়ে।।
যদি,
আলো হয়ে রও মোর নয়নের মাঝে,
পরান ভরে দেখো আমায় সেই আশ্বাসে।
সাঁঝবাতি হয়ে জ্বলে ওঠো মোর হৃদয় অলিন্দে,
রেখো অপরূপ স্বপ্নের তৃপ্তি চিরন্তন বিশ্বাসে।।
তবে,
পুষ্পিত বাগিচায় কালো ভ্রোমর হয়ে রইব আমি,
গুনগুন গান গেয়ে উড়ে বেড়াবো সকাল- সাঁঝে।
মনের সকল আঁধার ঘুচিয়ে অনন্তকাল
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে।।
যদি,
বুকের গভীরে লুকিয়ে রাখো শূন্যতার এক নদী,
অযাচিত বেদনায় সিক্ত করো তোমার হৃদয় করবী।
অকুল প্রতীক্ষায় নীরবে বয়ে চলো নিরবধি,
সযত্নে অন্তরে লালন করো ভালোবাসার সুরভী।।
তবে,
আমিও হারাবো তোমার দু- চোখের তারায়,
পবিত্র ভালবাসার ফুটন্ত শতদল হয়ে রব।
প্রেমের বন্ধনে শিশিরভেজা অনুভবের রাতগুলো,
সুমধুর আলিঙ্গনে হৃদয় তরঙ্গে সুখ বাঁধিয়া লব।।
একঝটকায় লুকিয়ে থাকা সরব অনুভূতিগুলো,
জ্বলে যাওয়া বুকের আগুনে জাগায় অদূরে কম্পন।
পড়ে থাকা তৃষা মাখা মিশরীয় পিরামিডের মত,
তুলির টানে আঙুলছুঁয়ে থাকা শিল্পীর প্রেমের অঙ্কন।।