সন্ধ্যায় আনমনে বসে ছিলাম বারান্দায়,
মৃদুমন্দ পূবালী হাওয়া বইছিল,
দীর্ঘ গরমের পর এক টুকরো স্বস্তি,
শ্রাবণের আকাশেও সাদা মেঘের ভেলা,
এদেশ ভুলে উড়ে চলেছে কোন্ দূর দেশে!
ভূগোলে পড়া ইউরোপ – আফ্রিকার আকৃতি,
তারই ফাঁকে আকাশে দু-একটা নক্ষত্র ,
একটি যেন একটু বেশি উজ্জ্বল,
ঠিক আমার মনের আকাশে তুমি যেমন,
পূর্ণ চাঁদ মাঝে মাঝে ঢাকছে মেঘ,
যদি পারতাম মেঘ হয়ে ভাসতে আকাশে,
আশেপাশে তোমার ঘুরে বেড়াতাম!!