যদি দাও মন চিনে নাও জন
ভালো করে জেনে শুনে,
লোকে ভালো বলে সৎ ভাবে চলে
মন দিও তার গুণে।
ফুলে কাঁটা থাকে মনে যারা রাখে
বুঝে হাত দেয় ফুলে ,
যদি করো ভুল পাবে ব্যথা শূল
তব ভুল তার মূলে।
ভালো করে ভেবে চিনে মন দেবে
কত আছে ছলে ভরে,
মুখে মিঠে বলে মিছে প্রেমে ছলে
যায় শুধু ক্ষতি করে।
প্রেম হলে খাঁটি সুখে ভরে বাটী
থাকে যারা প্রীতি ভাবে ,
শুধু রেখো মনে চেনা চাই জনে
সুখ তবে খুঁজে পাবে।