যদি তুমি পাহাড় হও, তবে আমি পাহাড়ি মেঘ হব!
ভেসে বেড়াবো তোমার হৃদয়ের আনাচে কানাচে;
হঠাৎ যখন কোনো দমকা হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে যেতে আসবে, তখন আড়াল কোরো আমায়।
যদি তুমি নদী হও, তবে আমি ঝর্ণা হব,!
পর্বত শিখর থেকে কঠিন শিলায় আছড়ে পড়ে যখন আমি ক্ষত বিক্ষত; তখন তোমার শান্ত স্নিগ্ধ জলে একটু জায়গা দিও।
যদি তুমি আকাশ হও, তবে আমি ভোরের পাখি হব!
তোমার খোলা আকাশ বুকে মনের আনন্দে উড়ে বেড়াবো।
যখন পথ হারিয়ে দিকভ্রান্ত আমি; তখন একটু আশ্রয় দিও তোমার হৃদ আকাশে।
যদি তুমি রাতের আকাশ হও, তবে আমি সেই আকাশের তারা হব!
প্রতিদিন ঝিকিমিকি আলোক মালায় ভরিয়ে তুলবো রাতের আকাশকে!
যদি তুমি ধরনীর মৃত্তিকা হও, তবে আমি বর্ষার মেঘ হব!
যখন বজ্র নিনাদ করতে করতে ঝরে পড়বো তখন তোমার বুকে ঠাঁই দিও, আমি শান্ত হব।
যদি তুমি সমুদ্র সৈকত হও, তবে আমি উর্মিমালা হব!
সমুদ্রের উত্তাল তরঙ্গে পাক খেতে খেতে বার বার তোমাকে ছুঁয়ে যাব।