উচ্চাশা আছে, তবে
নিজেকে নিয়ে বড়াই করি নি কোনোদিনও
তাইতো আজও পাখির বাসায়
রাত কাটাতে পারি নির্দ্বিধায় ;
একটা সরলরেখা ভেঙ্গে চুড়ে গেছে
কতবার জুড়তে চেয়েছি মন দিয়ে, ভালোবেসে,
সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মত
উত্তর মেলাতে চেয়ে বারবার নিচেও নেমেছি,
তবুও-
ঘাম কে কান্না ভেবে অসহায় মুখ চেয়ে চায়…
তবুও মেঘ, তবু বৃষ্টি ঝড় জল
মাথার ওপর দিয়ে বয়ে যায় যুগ যুগ ধরে
খরস্রোতে জঞ্জালের মত ভাসে শোক তাপ জ্বালা,
অপেক্ষায় আছি যদি কোনোদিন
হড়কা বান এসে সবকিছু মুছে দিয়ে যায়,
তারপর,
ফিনিক্স পাখির মত জন্ম নেয় নতুন সকাল !