মেঘলা মনের আকাশে এ কিসের সঙ্কেত!
সঙ্কেতের বার্তা এলো কিনা মেঘদূতের হাতে!
মনের আসমান জুড়ে যেন আলোড়ন!
যেন তুমুল বেগে দামামা ধ্বনি স্পষ্ট টের পাচ্ছি।
উচাটন বুকের চত্বর ঘিরে অস্থির দাপাদাপি।
আকণ্ঠ তৃষ্ণা ! উতল মনে বাইরের খোলা আকাশের নিচে,
অঝোর বৃষ্টিধারা আমার চুলে,মুখে ,বুকের ভাঁজে ভাঁজে,নিতম্বে আরো আরো নিচে–
ওফ্ এতো কামনাও ছিলো জমা!
মন তো বৃষ্টি মেখে উল্লাসে মেঘমল্লারে মিশেছে,
কিন্তু,বৃষ্টি তো পুরোটা ভিজিয়ে দিয়েও ভেতরের আগুন নেভাতে পারছে না ,
উসখুস মন আগুন ঠোঁটের আশ্লেষ চুম্বনেই শুধু শান্ত হতে পারে,
সিক্ত বসনে বিবশ মনে শুধু তুমি ,হ্যাঁ শুধু তুমিই পারো এ আগুন শান্ত করতে ,
তুমি এসো হে প্রিয় হৃদয় বাতায়নে
আমি সযত্নে রেখেছি সাজায়ে পসরা আমার,
তুমি এসো বর্ষার ধারা সাথে,
তিমির রজনী হোক মধুময় আগুন ঠোঁটের উষ্ণ আলাপনে ব্যঙ্ময়!
আমি শবরী হয়ে দু’চোখ পেতে বসে আছি আঙ্গিনায়,
কল্পসুখে অনুভবে তোমার গভীর স্পর্শানুভূতি অঙ্গে প্রেমের ধুন তুলে-
মদালসা আপনারে সমর্পিতে উন্মুখর আজ।