উথলে ওঠা সময়ের উড়ন্ত সুখগুলোর
শুধু মুখ বদল হয় ,
গোধূলির আলস্য ব্যাঙ্ক থেকে
সহাস্য সকালের চকমকি চোখে ।
গৃহস্থ ধমনীর উচ্চ রক্তচাপের গেরোয়
কেবলই ফোঁস ফোঁস করে
পলাশপ্রিয়ার প্যান্ডেলে ঢাকের জলপ্রপাত ।
প্রকৃতিই বলে যায় ঝিম ধরা পারদের কানে
— লকগেট চাবি দাও জাতকের হাতে ।
ম্যারাথন বীজ হাঁটে অনন্ত জন্মপথ ধরে’ ।
নিঃস্ব হওয়া মুশকিল
শোকের ঠোক্কর শিলা শুষে নেয়
মহাকাল মুশকিল আসান ।
মোহনা পর্বতের মাঝে কোনও নটেগাছ নেই ।