কেবলই ম্যারাথনী মুখ বদলে যায় ।
আমারও তো ক্ষয় হয় ভিতরে বাহিরে ।
বয়সী বেলুনের মতো ক্রমশ চুপসে আসে
স্বজনের পরিধি প্রশ্বাস ।
একটার পর একটা জন্ম সুতোর টানে
অবিকল ঘুরে চলে টনটন ঘুড়ির মিছিল ।
মহাষ্টমীর দীর্ঘ দুপুরকে তিলমাত্র অপেক্ষায় না রেখে
ঘর্ঘর চালু থাকে শতাব্দীর লুচি আর ছক্কার চাকা ।
এক যায় , এক আসে
আমিই মিলিয়ে যাই জাতকের নীলে ।
এ বড়ো শোকের স্মৃতি , সুখেরও কি নয় ?
আমারই কৈশোর আনন্দ ভাসে উত্তর কিশোর প্রবাহে
আমারই আফোটা স্বপ্ন ফোটে সন্ততির চোখে ,
সময়ের সা পা সুরে আমিও কি ধরে নেই
আবহমান জীবনের মহা হারমোনি !