মেঘেরা আজ ভীষণ ব্যস্ত কেবলই ছূটোছুটি করে
প্রশ্ন করলাম ওদের,’ কিসের এত তাড়া তোদের ‘
উত্তর এলো, ‘ মৌসুমী আসছে যে! ‘
দেখছো না কি!
তাই তো আমরা এদিক – ওদিক ছুটে চলেছি,
পাখীরাও দেখো কেমন ব্যস্ত নীড়ে ফেরার তরে
বৃষ্টি এলে বলো, ওরা ফিরবে কেমন করে!
ভীত সন্ত্রস্ত ছানারা যে শুধু চিৎকার করে মরে
ওরা ও পেয়েছে খবর, মৌসুমী আসছে যে!
খবর খানি পেয়ে দেখো গাছেরা ও আজ উৎফুল্ল
ডাল পালা আর পাতা দুলিয়ে স্বস্থির শ্বাস ফেলে
আর যে ওদের গ্রীষ্মের খরতাপে পুড়তে হবে না
মৌসুমী আসছে যে!
আমিও তো কবে থেকে অপেক্ষায় আছি
কত মেঘ জমা হয়েছে, তবু বৃষ্টি হয়নি এতটুকুও
অপেক্ষার বুঝি আজ হবে অবসান!
মৌসুমী আসছে যে!