আজ আর কোন কথা নয়
হৃদয়ের দরজাটা খুলে দাও
পাশে এসে বসো
হাওয়ায় উড়ুক আমার খোলা চুল
বাঁধতে যেও না তাকে
চল যাই সর্ষেক্ষেতের হলুদ ফুলের দেশে
সঙ্গে নিও গীতবিতান
পড়ে শোনাবে ব্যারিটোন আওয়াজে
আমার ভালো লাগা কিছু
চাঁদকে আজ সঙ্গী করো না
মায়াবী নক্সীকাঁথায় চাঁদ আজ নিজেকে ঢেকে রাখুক
রহস্যে ঘেরা আঁধারের বুকে
প্রাগৈতিহাসিক কিছু ছবি এঁকে যাবো
মহুয়া ফুলের রূপ দেখেছো কখনো?
কেমন টুসটুসে রসে ভরা নেশার আগুন থাকে তাতে
যান্ত্রিক সভ্যতার হানাদারী নেই এখানে
দুঃস্বপ্নেরা উঁকি দেয় না ঘুমহীন চোখে,
বাসর জাগা রাতের শেষে
ভাষাহীন আরাধনায় হৃদয়ের সবটুকু গলে গলে
বাষ্প হয়ে ঝড়বে
বিচিত্র বর্ণের এলোমেলো ভাবনার ছায়াপথে
জীবনের মধ্যঅন্ত মিল খুঁজে পাবে।