গতকাল ছিলো গরগরে উত্তাপ
আজকে মেঘের মেখলায় ভালবাসা ,
শান্তির স্রোতে দুর্বাশা অভিশাপ
ডুবে গিয়ে জাগে শত কবিতার ভাষা ।
ভুলে যাই ভুল প্রথম করেছে কে
মৌটুসী মন মুছে দেয় সন্তাপ ,
বিস্মৃতি বরে পরম পালঙ্কে
লজ্জিত ঘুমে মুখ ঢাকে কাঁচাপাপ !
কিভাবে যে রাগ গলে গলে হয় মধু
অভিমানে ফোটে থৈ থৈ জুঁই ফুল ,
থাক না অজানা দিগন্তে দিগবধু
পেয়েছি তো হৃদে মন্দাকিনীর কূল ।