মোহিত কামাল – (বাংলাদেশের লেখক এবং মনোচিকিৎসক)
মোহিত কামালের জন্ম ১৯৬০ সালের ২রা জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তার বাবার নাম আসাদুল হক এবং মায়ের নাম মাসুদা খাতুন । শৈশব-কৈশোর কেটেছে চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলনার খালিশপুরে। চার ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।
পেশায় মনোচিকিৎসক , মনোশিক্ষাবিদ, সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট ‘মোহিত কামাল’ নিয়মিত প্রকাশিত ‘শব্দঘর’ নামের একটি সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকার সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ), ঢাকায় হেড অব সাইকোথেরাপি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাধীন কোর্স এমডি রেসিডেনসি- সাইকিয়াট্রি, এনআইএমএইচ-এর একাডেমিক পরিচালক। তার লেখালেখির মুখ্য বিষয় কথাসাহিত্য, উপন্যাস ও গল্প। শিশুসাতিহ্য রচনার পাশাপাশি মনস্তত্ত্ব বিষয়ে গবেষণাধর্মী রচনা। তিনি বাংলা একাডেমির জীবনসদস্য, এবং ‘প্রবাল কচি-কাঁচার মেলা’র সাবেক পরিচালক। ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলোশিপ প্রোগ্রামে বিশ্বের প্রথম সেরা ফেলো নির্বাচিত হন মোহিত কামাল। তাঁর মনস্তত্ত্ব বিষয়ক গ্রন্থ ‘মানব মনের উদ্বেগ ও বিষন্নতা’ (বিদ্যাপ্রকাশ, ২০০৫ সালে প্রকাশিত) কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘সাইকোলজি, কাউন্সেলিং অ্যান্ড গাইডিং’ বিষয়ক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে ২০১২ সালে।
মোহিত কামালের স্ত্রীর নাম ‘মাহফুজা আখতার’ (মিলি)। এই দম্পতির দুই সন্তান মাহবুব ময়ূখ রিশাদ’ ও ‘জিদনি ময়ূখ (স্বচ্ছ)’।
চট্টগ্রামের ‘আগ্রাবাদ নবাঙ্কুর কচি-কাঁচার মেলার সাহিত্য-সংস্কৃতি’-র কর্মকাণ্ড ও ছড়া-কবিতা চর্চার মাধ্যমে সাহিত্য-বুনিয়াদ, সাহিত্যসত্তার সাথে যুক্ত হন মোহিত কামাল।
তার প্রথম গল্প ‘চারপাশ যখন ভাঙতে থাকে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। আর প্রথম গল্পগ্রন্থ ‘কাছের তুমি দূরের তুমি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে ‘সময় প্রকাশন’ থেকে । তার সম্পাদনায় সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা ‘শব্দঘর’ নিয়মিত প্রকাশিত হচ্ছে।
তার প্রাপ্তপুরস্কার ও সম্মননা
——————————————
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, (১৪১৮ বঙ্গাব্দ)
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৪ সালে)
এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১২ সালে)
ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার (১৪১৬ সালে)
এ-ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড (২০০৮ সালে)
বেগম রোকেয়া সম্মাননা পদক (২০০৮ সালে)
‘স্বাধীনতা সংসদ নববষ পুরস্কার (১৪১৫ সালে)’
কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস কর্তৃক বিশেষ সম্মাননা (২০১৮ সালে)।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮ সালে)।
এ পর্যন্ত কথাসাহিত্যে তার প্রকাশিত ৩৯টি গ্রন্থ (উপন্যাস ২৬, গল্পগ্রন্থ ১৩)। কিশোর উপন্যাস ১১ ও অন্যান্য গ্রন্থ মিলে বইয়ের সংখ্যা ৫৭টি সর্বসমেত।
তার প্রকাশিত গ্রন্থ-তালিকা
—————————————-
[উপন্যাস]
১). ডাঙায় ডুবোজীবন (প্রথমা প্রকাশন ২০২২ সালে)
২). দেহতরীর মনমাঝি (বিদ্যাপ্রকাশ ২০২২ সালে)
৩). আত্মার বিলাপ (বিদ্যাপ্রকাশ ২০২১)
হ্যাঁ (বিদ্যাপ্রকাশ ২০২০ সালে)
৪). লুইপার কালসাপ (বিদ্যাপ্রকাশ ২০১৯); (কলকাতা: প্রতিভাস ২০২২ সালে)
৫). সত্যডানা সন্দেহপালক (অনিন্দ্য প্রকাশ ২০১৯ সালে)
৬). চোরাগলি (প্রথমা প্রকাশন, ২০১৮ সালে)
৭). দুমুখো আগুন (বিদ্যাপ্রকাশ, ২০১৮ সালে)
৮). সুস্মিতার বাড়ি ফেরা (প্রথমা প্রকাশন, ২০১৭ সালে)
৯). বিষাদনদী (অন্যপ্রকাশ, ২০১৭ সালে)
১০). তবুও বাঁধন (বিদ্যাপ্রকাশ, ২০১৭ সালে)
১১). চন্দন রোশনি (বিদ্যাপ্রকাশ, ২০১৫ সালে)
১২). পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর (বিদ্যাপ্রকাশ, ২০১৪ সালে)
১৩). আঁধারে আলোর ঢেউ (বিদ্যাপ্রকাশ, ২০১৪ সালে), এক মলাটে পাঁচ উপন্যাস
১৪). মরুঝড় (বিদ্যাপ্রকাশ, ২০১৩ সালে)
১৫). পাথরপরান (বিদ্যাপ্রকাশ, ২০১৩ সালে) (কলকাতার ‘প্রতিভাস’ থেকে ২০২২ সালে)
১৬). অহনা (বিদ্যাপ্রকাশ, ২০১২ সালে)
১৭). ঘর (বিদ্যাপ্রকাশ, ২০১১ সালে)
১৮). চেনা বন্ধু অচেনা পথ (বিদ্যাপ্রকাশ, ২০১০ সালে)
১৯). না (বিদ্যাপ্রকাশ, ২০০৯ সালে)
২০). সুখপাখি আগুনডানা (বিদ্যাপ্রকাশ, ২০০৮ সালে)
২১). মায়াবতী (বিদ্যাপ্রকাশ, ২০০৭ সালে)
২২). মন (বিদ্যাপ্রকাশ, ২০০৬ সালে)
[গল্পগ্রন্থ]
১). বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও কিশোর গল্প (ধী প্রকাশ, ২০২১ সালে)
২). ঈশার ঘোরমগ্ন সময় (বিদ্যাপ্রকাশ, ২০২০ সালে)
৩). চোখের ভেতরে চোখ (গদ্যপদ্য ২০১৬ সালে)- নির্বাচিত গল্পসংগ্রহ
৪). নেতার আসন গ্রহণ (বিদ্যাপ্রকাশ, ২০১৬ সালে)
৫). পৃথিবীতে কে কাহার (বিদ্যাপ্রকাশ, ২০১২ সালে)
৬). চাবি (বিদ্যাপ্রকাশ, ২০১১ সালে)
৭). আগুন কয়লায় পোড়া জীবন (বিদ্যাপ্রকাশ, ২০১০ সালে)
৮). সন্দেহপ্রাচীর (বিদ্যাপ্রকাশ, ২০০৯ সালে)
৯). উড়ালমন (বিদ্যাপ্রকাশ, ২০০৮ সালে)
১০). চাঁদমুখ (বিদ্যাপ্রকাশ, ২০০৭ সালে)
১১). জোছনা রাতে বাড়িয়েছি হাত (সময় প্রকাশন, ২০০১ সালে)
১২). কাছের তুমি দূরের তুমি (সময় প্রকাশন, ১৯৯৫ সালে)
[কিশোর উপন্যাস]
১). কৈশোরক/সেরা কিশোর উপন্যাস (স্বদেশ শৈলী, ২০২১ সালে)
২). দুরন্ত দুখু (অনিন্দ্য, ২০১৮ সালে)
৩). দুখু দ্বিতীয় খণ্ড (অনিন্দ্য, ২০১৭ সালে)
দুখু প্রথম খণ্ড (অনিন্দ্য, ২০১৬ সালে)
৪). জাদুর বাকসে সোনার মোহর (অনিন্দ্য, ২০১৫ সালে)
৫). স্বর্ণজয়ী নীলচোখ (তাম্রলিপি, ২০১৪ সালে), (অনিন্দ্য, ২০১৫ সালে)
৬). উড়াল বালক (রোদেলা প্রকাশনী, ২০১২ সালে), (অনিন্দ্য, ২০১৬ সালে)
৭). বাবার শত্রু কম্পিউটার গেমস ছেলের শত্রু সিগারেট (বিদ্যাপ্রকাশ, ২০১১ সালে), (অনিন্দ্য, ২০১৬ সালে)
[শিশুতোষ উপন্যাস]
১). স্বপ্নডানা (অন্বেষা, ২০১৪ সালে), (অনিন্দ্য, ২০১৫ সালে)
২). বন্ধু আমার বন্ধু (পাঠসূত্র, ২০১৩ সালে), (অনিন্দ্য, ২০১৬ সালে)
[শিশু-কিশোর সাহিত্য]
১). হুমায়ূন আহমেদের সমুদ্র যাত্রায় অদ্ভুত এক মাছের কাণ্ড(সময় প্রকাশন, ২০০৩ সালে)
[তার সম্পাদিত গ্রন্থ]
বাংলাদেশের তরুণদের ৩০ গল্প বড়দের তরুণবেলার ৩০ গল্প (বিদ্যাপ্রকাশ, ২০১৮ সালে)।
[মনস্তত্ত্ব ও গবেষণা বিষয়ক গ্রন্থ]
শিশুর মনোজগৎ, শিশুর সৃজনশীল বেড়ে ওঠা (বিদ্যাপ্রকাশ, ২০০২ সালে)।
শিশুর বুদ্ধি ও স্মরণশক্তি কীভাবে ধারালো করা যাবে (বিদ্যাপ্রকাশ, ১৯৯৯ সালে)।
কিশোর-কিশোরীর মন
টিনএজ মন-২ স্বপ্ন ও দুঃস্বপ্ন(অনিন্দ্য, ২০১৫ সালে)।
টিনএজ মন (তাম্রলিপি, ২০১০ সালে),
টিনএজ মন-১ অন্ধকার ও আলো(অনিন্দ্য, ২০১৫ সালে)।
কিশোর-কিশোরীর মনে ঝড় (সময় প্রকাশন, ২০০৪)।
[মানবমন]
মানবমনের গতি-প্রকৃতি (বিদ্যাপ্রকাশ, ২০০১ সালে), গল্পবিজ্ঞান।
মানবমনের উদ্বেগ ও বিষণ্নতা (বিদ্যাপ্রকাশ, ২০০৫ সালে)।
মনোসমস্যা মনোবিশ্লেষণ (অবসর, ২০০৫ সালে), গল্পবিজ্ঞান।
[স্বাস্থ্য]
ব্রেইন অ্যাটাক, অনিদ্রা ও মাথাব্যথা (বিদ্যাপ্রকাশ, ২০০০ সালে)।
[গবেষণা]
The Mind of War-Injured Freedom Fighters of Bangladesh (বিদ্যাপ্রকাশ, ২০০১ সালে)।
————————————————————–
[ সংগৃহীত ও সম্পাদিত। তথ্যসূত্র – উইকিপিডিয়া।
“অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ সাহিত্যিক”। প্রথম আলো। সংগ্রহের তারিখ – ১লা এপ্রিল ২০১৮ সাল।
“কাজী রোজীসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৪ জন”। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৮শে জানুয়ারি ২০১৯ সাল।
“শিশুকে জানাতে হবে কোন আদর অনিরাপদ: মোহিত কামাল | Bangla Tribune। সংগ্রহের তারিখ – ৬ই মে ২০১৮ সাল।
“‘পৃথিবীর সর্বাধিক সুখী ব্যক্তির বাস বাংলাদেশে’ : ডা. মোহিত কামাল”। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ – ৬ই মে ২০১৮ সাল।
“সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার লেখক প্রকাশক ও পাঠকের মিলনমেলা বসেছিল – আনন্দ আলো”। আনন্দ আলো (ইংরেজি ভাষায়)। – ২০ই মার্চ ২০১৬ সাল। সংগ্রহের তারিখ – ৬ই মে ২০১৮ সাল।