বাঃ বাঃ বাঃ
এসেছে নতুন ভোর
খোলো; খোলো; দোর
আমরা সবাই একই পথে ধাই
একই সাথে করি তোড়জোড়;
আমরা যে চো….র……
মোরা আছি মিলেমিশে সবাই
মোরা চোরেচোরে মাসতুতো ভাই
এসো ;চলো আমরা সবাই চুরি করে খাই।
আরো আছে কথা কিছু ভাই…
সরকারের চেয়ারে বসে কলম নাড়াই
এধারের মাল ওধারে করার ফন্দি পাঁকাই
কত সহজেই দিনে দুপুরেই জনগণেরে বোকা বানাই
বিনিময়ে ঘরে বসে শুয়ে শুয়ে কত্ত হাততালি পাই।
রাজা বা হাজারো মহারাজা
দিতে পারেনা আমাদের সাজা
মজা;মজা;মজা;আহা কি মজা..!
এভাবেই বেঁচে দেবো দেশ;রাজ্য;সমাজ;সংস্কৃতি
আরো বহুতকুচ; কুচ পরোয়া নাই..
আরে মোরা তো রাজার জামাই
এসো মিলেমিশে থাকি চোরেরা সবাই;
চলো মোরা দল বেঁধে সবে চুরি করে খাই।