সময় মত প্রেমিকার চিঠি না পেয়ে ,
সারা রাত জেগে বসে থাকতো যে মেয়ে ,
এখন সে ,
সারা রাত জেগে গল্প করে , তার ,
মনের মানুষের সাথে ।
এখন আর ,
নিঃসঙ্গ নয় সে রাতে ।
গোবিন্দ বাবুর ছেলে আছে সেনাবাহিনীতে ,
সময় করে, সময় মতো পারতো না চিঠি দিতে ।
রাত ভেসে যেত, কাকু – কাকীমার চোখের জলে ।
এখন ছেলেকে রোজই, দেখেন ভিডিও কলে ।
এখন বাড়ীতেই সিনেমা হল ।
খেলার মাঠ ছেড়ে, বাঁশবাগানে ছেলের দল ।
কত কিছু খেলে মোবাইলে ।
নাওয়া – খাওয়া ভুলে, ব্যস্ত ফেসবুক রিলে ।
ভালো – মন্দ দিক নিয়ে এই মোবাইল ।
সঠিক ব্যবহারে আনন্দ অনাবিল ।