ঘুম থেকে জেগে ওঠার ক্লান্তি
অথবা আনন্দ . . . . . . . . .
জীবনের অভিজ্ঞতা কত রকম হয়।
মানুষে মানুষে এত তফাৎ, আবার কখন
সত্যবানের কাঁধে মাথা রেখে সাবিত্রীর
মিছিলে পথ হাঁটা—
রাস্তাঘাট ক্রমে আগুন।
ঘুমের মধ্যে তখন আমি পাশ ফিরছি,
স্বপ্ন দেখছি,
মে-দিন। তারপর এক সময় সম্পূর্ণ ঘুমটাই
ভেঙে যায়।
রাস্তাঘাট এখন আগুন, কিন্তু তাতে মানুষের
সামনে হাঁটার কোনও বিরাম নেই॥