গ্ৰামের বাঁকে বিশাল মাঠে
হচ্ছে বড় মেলা,
কচিকাঁচা বুড়ো সবে
ঘুরছে সারা বেলা।
হরেক রকম নাগোরদোলা
দোকান রকমারি,
কেউবা চড়ে নাগোরদোলায়
কেউ কেনে রেলগাড়ি ।
কিনছে বেলোয়াড়ি চুড়ি
ভিড় করে সব নারী,
খেলনা বাটি পুতুল কিনে
চলছে শিশু বাড়ি।
হাতা খুন্তি শীতল পাটি
নিচ্ছে কত কি যে,
যাচাই করে বাড়ির গিন্নি
কিনছে এসে নিজে।