গিয়েছিলাম সেদিন আমরা গড়িয়ায়
বলাকার বাৎসরিক সাহিত্য সভায়
পৌঁছেছিলাম ঘন্টাখানেক আগে প্রায়
সময়টাকে যদি কাজে লাগানো যায়।
শুনলাম চলছে গড়িয়া বইমেলা
ভাবলাম ঘুরে আসি এইবেলা।
দিলাম রওনা ক’ জনে মিলে
দেখলাম সাহিত্যপ্রেমীরা দলে দলে
মেলা প্রাঙ্গনে উল্লাসে মেতেছে
কেউ বা বই হাতে ছবি তুলছে
কেউ বা ফটোকে ফ্রেম বন্দী হচ্ছে
আমারও মনে জেগেছে ইচ্ছে
ফটো তুলতে হাত তার কাঁপছে
গাড়ি থামিয়ে সেও হাত নাড়ছে
দূর থেকে চেনা চেনা লাগছে
বললে দাঁড়াও আমি আসছি
ফ্রেম বন্দী করে দিচ্ছি।
কি করে তার কথা অমান্য করি
দাঁড়াই বেশ ধৈর্য ধরি
দিলেন তুলে ছবি আমার
প্রিয় বন্ধু সুন্দর হৃদয় যার
আমার ও প্রিয় বলাকার।