নিত্য বোঝাবুঝির অনিত্য ভুল হলে
শুধু কবিতার শব্দ বিচ্ছেদ নয় ,
ভাঙনের ভয়ে ভীত মিলনের
বিনিদ্র শিরঃপীড়া হয় ।
ক্রমে ক্রমে তৃতীয় সূত্রের সমনীতি ভেঙে
আরও ক্রুর কূট চালে
বেড়ে চলে হৃদির দূরত্ব ফাঁক
দুই , চার , আট…. এই হারে !
যে মুঠিতে লেপ্টে ছিলো মিত্রতার পুঁজি
অবোধ্য নিয়তির তাপে ,
পুঁজ হয়ে গলে পড়ে কুরুক্ষেত্র ভীড়ে ।
তবুও যে অতীতের লক্ষ ক্ষণে ক্ষণে
মনে মনে মননের মধু জমেছিলো ,
সে সঞ্চয় অমর অক্ষয় আশাবাদী ,
তাদের মধ্যাহ্ন মৃত্যু হবে না কখনও !
ভরসা ফরসা হলে
থেমে যাবে আহ্নিক বার্ষিক গতি ।
সময়-ই মহান শিক্ষক ,
” মেলাবেন তিনি , মেলাবেন “।