শ্যাম রঙে রঙেছেন মীরা
সুধ-বোধ পরিণতি অজ্ঞাত।
নিশি-দিন হরি নামে বিভোর
সদা, নিদ্রায় কি জাগ্রত।
সুগন্ধি চন্দন চর্চিত ললাট
এক নিষ্ঠ আবেশে ধ্যানমগ্ন নয়ন।
মিষ্টি সৌরবে পুলকিত মন্দির প্রাঙ্গন
খঞ্জনি সঙ্গতে সুমিষ্টি গায়ন।
শ্বশুরকুল আত্মীয়-স্বজন বৈরী,
কানাকানি রটনা, কান পাতা দায়।
মহারাজ ভোজরাজ, ক্ষুণ্ন বিমর্ষ
নিয়ত বিততি কারণ, আশু ধৰ্য্য হারায়।
জহর পেয়ালা করপুটে পরিপূর্ন
অনায়াস নিরুদ্বেগ গমক।
বিস্মিত কুলীন বর্গ সভাসদ যত,
অবিক্ষুব্দ মীরাবাই, বদনে স্বর্গীয় চমক।