ডাক্তার আর নার্সরা সবাই এই মর্তের ভগবান
সারিয়ে তোলে জীবন বাঁচায় মুমূর্ষুদের আর্ত প্রাণ।
ওদের গোটা কর্মকান্ডে যদিও বা কেউ নজর দেন
অসাধ্যটা সাধন করে মানুষকে তাক লাগিয়ে দেন।
কখনো বা কাটেন ছেঁড়েন কখনো জোড়া দিয়েই দেন
যার যেখানে অসুবিধা ওরাই হন মুশকিল আসান।
মানুষ মেরামতি করে কলকব্জা ঠিক করে দেন
সুস্থ হয়ে আবার মানুষ আপন কর্মযজ্ঞে যান।
সেবা হলো পরম ধর্ম ডাক্তার নার্স দেখিয়ে দেন
পয়সা দিয়ে যায় না কেনা বিপদ আসে না জানান।
কাটা ছেঁড়া জোড়া লাগা কখন যে কার অসাবধান
ডাক্তার নার্স সেবা করে রোগীর জীবন ফিরিয়ে দেন।
টাকার কথা তুচ্ছ তখন জীবনে যখন বিপন্ন হন
সে সব টাকা থাকলে ভালো নইলে সরকারকে পাশে চান।
এমন অনেক ওষুধ আছে জীবনদায়ী বাঁচায় জান
সরকারের বিপনিতে গিয়ে ন্যায্যমূল্যে ওষুধ পান।
কল্যাণকামী রাষ্ট্র যখন পাশে এসে হাত বাড়ান
সুচিকিৎসা সেবা আরোগ্য সরকার ই তা করে দেন।
মেরামতির কারখানাতে সেবা নিতে যে কেউ যান
রাজ্য এবং কেন্দ্র সরকার হাত বাড়িয়ে সেবা দেন।
স্বর্গ মর্ত্য ওরাই জোড়ে কতো কিছু সামাল দেন
রাজ্য কেন্দ্র যে যার মতো সব দুর্ভোগ সামাল দেন।
ডাক্তার নার্স ছাড়াও কতো সহযোগী দেখতে পান
সবাই যে যার কাজটি করে দায়িত্বশীল বাঁচায় প্রাণ।
তবুও দেখি হেনস্তা হন ডাক্তার নার্স ধাক্কা খান
হাসপাতালে মৃত্যু হলে কর্তৃপক্ষের সব বদনাম।
জীয়ন কাঠি মরণ কাঠি ডাক্তারের হাতযশ টা পান
মুমূর্ষুরা বাঁচালে পরে ডাক্তারদের হয় সুনাম।।