রএ্যাগিং নামে বিভৎসতা
তাজা প্রাণের বলি,
অপমৃত্যু হলো মেধার
স্বপ্ন গেলো চলি।
দাদা গিরি মাস্তানি ওই
চলছে রাজ্য জুড়ে,
হোস্টেল জুড়ে বর্বরতা
নিষ্ঠুরতায় মুড়ে।
স্বার্থ হিংসা কুটিলতায়
হোস্টেল প্রবেশ ভারী,
শিক্ষাঙ্গনে নেইকো পড়া
দাদা গুলো ধাড়ি।
মেধার বিচার হলো না আজ
অকালে যায় প্রাণ,
ন্যায় বিচারে দাও গো ফিরায়
প্রতিষ্ঠানের মান।
মায়ের কোল যে শূন্য আজি
অপমৃত্যু ঘটে,
মেধার বিকাশ তরে ই আসা
মেধার মৃত্যু বটে।
স্বপ্নদীপরা মেধাবান হয়
বাঁচাও যত্ন নিয়ে,
স্নেহ মায়া মমতার ছায়
আঁচল মাথায় দিয়ে।
এতটুকু আশা ভরসা
কর্তৃপক্ষ দিতো,
অকালে হায়. মেধার মৃত্যু
প্রাণ নাহি যে নিতো।