মেদিনীপুরের অহংকার ঈশ্বরচন্দ্র নাম
কুজ্ঝটিকায় জ্যোতিষ্ক এক,আলোময় নীল খাম।
বিদ্যাসাগর দয়ারসাগর উপাধীর পরিচয়
জীবনযুদ্ধে পুরুষসিংহ ঈশ্বরে বরাভয়।
মাইকেলের ত্রাতা তুমি দুখীজনের আলো
ঘুচিয়েছিলে সমাজ থেকে কুসংস্কার কালো।
আজও শিশু অ আ ক খ বর্ণপরিচয় পড়ে
তোমার লেখা ছোট ধারাপাত বাঙালির ঘরে ঘরে।
বিধবা বিবাহ প্রচলনে দীপ্ত জ্যোতির্ময়
বহুবিবাহ রোধ করেছেন স্মরণীয় অক্ষয়।
সংস্কৃতে পন্ডিত তুমি মানব হিতৈষী
মাতৃদেবী ভগবতী মহান মহীয়সী।
ঊনবিংশের প্রাণপুরুষ লেখক শিক্ষাবিদ
অভূতপূর্ব অধ্যবসায় কঠোর শ্রমের জীদ।
অনুবাদক গদ্যজনক প্রকাশক রূপে
নিত্যদিন পুজিছে বাঙালি শঙ্খ পুষ্পে ধূপে।
কর্মটাঁড়ে শেষের জীবন শান্তির ছায়া নীড়
ব্যক্তিত্ব কঠিন কোমল সততায় সুস্থির।
আজকের নারী বিমান চালায় তোমার অবদান
ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানাই ঈশ্বর ভগবান ।