একটা অন্ধকার ভেতর ভেতর
পুষ্ট হচ্ছে
বুঝতে পারছি
কিন্তু
উপায় কি?
বেশ দেখতে পাচ্ছি
কাকের মাথার উপর চাঁদ
এখন কবিতা ছুঁয়ে থাকা খুব দরকার
এই ছোওয়া-ছুঁই খেলাতেই
বেলার আয়ু ও আয়ুর বেলাতে ক্লান্তি নামে
তখনও বসে বসে অন্ধকার মাপছি
এতো অন্ধকারে ছুঁয়ে থাকা
খুব একটা সুখদায়ক নয়
হত্যার জন্য নিয়মিত অস্ত্রে শান দিচ্ছি