তুমুল ঢেউজল ছুঁয়ে আছে
মেঘেদের স্পর্শকাতর ঠোঁট
সোহাগী মেঘেরা উদ্বেল পৃথিবীর বুকে
ছুটে আসতে চায়
বৃষ্টি হতে চায় মুষল ধারায়
মেটাতে চায় জলের পিপাসা
নিঃঝুম আকাশের ঝুল বারান্দায়
দীর্ঘ ডানার পরিযায়ীরা ধৈর্যের প্রহর গোনে
সকাতরে চেয়ে থাকা পাখিদের
দু’চোখের পলকে পলকে সেই মেঘেরা
সোহাগের স্পর্শ করতে এলে
সারি সারি পিপাসু গাছেরাও
তৎপর হয়ে ওঠে অলৌকিক অভিসারে
স্বপ্ন লালিত মেঘেরাও অনুরাগের বৃষ্টি হয়ে
ঝরে পড়তে থাকে টুপটাপ
গাছেরাও মেতে ওঠে ধারাস্নানে
ঠিক যেন পৃথিবী জুড়ে বেজে যায়
বিমূর্ত বৃষ্টির উল্লাস
আর মনমাতানো মেঘ মল্লার …।