অবশেষে এক আন্দোলন নুন গলিয়ে এলে তুমি
মেঘপুরুষ কী তোমার নিষিদ্ধ প্রেমিক , বৃষ্টিদেবী ?
তুমি , যে উর্বশীর মতো মুক্ত , উর্বরমনা
তার মনে কে পরায় সামাজিক বেড়ী !
শুকনো প্রবাহ নাকি অজানা ভিন্ন আবহসেবী ?
পুড়েছে আষাঢ় , ঝরেছে মাটির মদিরা বাহার
বীজেদের শ্বাস ফেলে নিঃশ্বাস ফিরে গেছে বারবার ,
সৃজনের স্বাদ গিলেছে বিষাদ , যক্ষের চোখে জল ।
বিরহ কী জানো ? রাধিকা নূপুর দুপুর পেরোলে
থেমে থাকে হু হু কেউ নেই শোনাবার !
এসেছো যখন জলকেলি হোক অক্ষর সরোবরে
মেঘপুরুষের রোমে রোমে হও রোমাঞ্চে আলপনা ,
যেখানেই ঢাকো শেকড় বৃষ্টি মনে রেখো ঋতুকাল
একবারই আসে বার্ষিক যানে , ছাড়ালেই কঙ্কাল !
বিচ্ছেদ রথে কান্নার পথে বৃষ্টি ছড়ালো সোনা
— এই লীলা টানে প্রেমিকার মানে বিহু আনচানে
জেনেছি আবারও , শেষ স্নানে ভুলবো না ।