কখনও সাগরের পালে পালে
মোহনিয়া মেঘের জাহাজে ,
কখনও কুয়োর তলে পাথুরে ঠোক্করে ।
মাঝপথে মধ্যমেধা পদাতিক
মাটি-পোঁতা মোহরের প্রেমে ।
চির সহজের মাতালিয়া মূলে
ঝুলে আছে জটিলের অজগরী পাক ।
একটানা আনন্দের ভারে
আনন্দেরও কাঁধ নুয়ে পড়ে ,
পরিশ্রমী দুঃখের পা পাশে পাশে হাঁটে ।
কোলাকুলির ছলে শুভ কাঁধবদল হয় ।