বিক্ষিপ্ত ওই কালো মেঘ
চললে কোথায় ভেসে,
কালো বরণ রূপ যে তোমার
কদর সকল দেশে ।
একটু এদিক,একটু ওদিক
লুকোচুরি খেলো;
খেয়াল বশে হঠাৎ তুমি
বিশাল পাখনা মেলো !
হৃদয় তোমার কোন বেদনায়
গুমড়ে গুমড়ে মরে,
কালো আঁখির কোল হতে যে
অশ্রু নীর ঝরে !
ধরার মাঝে বৃক্ষ-লতা
তোমার পথটি চেয়ে;
বৃষ্টি-বারির পরশ পেয়ে
ওঠে নেচে-গেয়ে ।
পিপাসিত ক্ষীন,ধূলায় মলিন
ধরিত্রী আজ সারা;
অঝোর ঝরে বইয়ে দাও
অমৃতেরই ধারা !
তোমার বজ্রের গর্জনেতে
পাইনা মোটেই ভয়…
দুষ্টুমিতে করছো তুমি
সবার হৃদয় জয় ।