ছড়ানো সময় অগোছালো লেখাজোকা
ভাবনাণপথের ভুলে থাকা দিনরাত
দমকা বাতাস এলোমেলো ঘরদোর
মাধবীলতায় গহনের সাক্ষাৎ
মন পথিকের হারানো দিনের গান
চলার পথের বাঁক মিশে গেছে দূরে
শ্রাবণ আকাশ গুমোট ভেতরবার
কদমের ঘ্রাণ ঘুমানো অন্তঃপুরে
অবন ঠাকুর সহজ পাঠের রেশ
প্রাচীন মুদ্রা অখিলভুবন খোলে
ফেলে আসা বেলা চকখড়ি শৈশব
বুলবুলিঝুটি করবী শাখায় দোলে
নিঝুম দুপুর অলস বাদল বেলা
চিলের ডানায় মেঘরঙ উদাসীন
হাতের আড়াল চোখের গভীরে ভাষা
ক্যানভাস আঁকে খেয়াল খুশির দিন।