একঘেয়েমির অন্তর্জালে বদ্ধ থাকা মনে
দুশ্চিন্তার মেঘগুলো ছেঁড়া ছেঁড়া ভাসে,
অনুরাগ বিরাগের খেলাঘরে থেকে
স্বপ্নের পারাবারে তবু ডুব আশে।
জীবন গাথার কাহিনীতে কত ভালোবাসা
হিসেবের খাতায় অন্বেষন করি মাপ তার,
দেখি মেকি প্রেমভরা ছলনা তাতে
এলোমেলো কত স্মৃতি ভাসে অনিবার।
স্বার্থে ভরা দুনিয়াটার মুখোশের আঁড়ে
কত মানুষ আপনার , আছে পর রাশে,
হৃদি মাঝে হাজার প্রশ্ন ভীড় করে আসে
উত্তর পাইনা ,কে ভালোবাসে।
জীবনের গতিপথে নানারূপ বাঁকে
নিঃস্বার্থ ভালোবেসে কর্তব্য করেছি,
সমস্ত সত্তা জুড়ে সবে রাখতে ভালো
সংসারে ত্যাগ স্বীকার করেও অবহেলা পেয়েছি।
মন ঘরে যন্ত্রণার নিশ্চুপ বিচরণ
ভালোবাসা ফিকে যেন স্বার্থবুদ্ধি কাছে,
জীবনের চাওয়া পাওয়ার হিসেব কষে
প্রশ্ন জাগে সত্যিই কি নিঃস্বার্থ ভালোবাসা আছে?