আসলে ভবে যেতেই হবে অমর কেহ নয়,
সবাই জানে জীবন মরণ প্রভুর হাতে রয়।
মোহমায়া ভরা ভবে স্বল্পক্ষণের ঘর,
মায়ার কায়া থাকবে নাকো সবই হবে পর।
আপন বলে ভাবছো তাদের কেউ তো আপন নয়,
দুদিনের এই মায়ার আগাড় ছেড়ে যেতে হয়।
প্রভুর কৃপায় এলেই যদি কর্মে রাখো মন,
তাঁর ইশারায় জগৎ চলে তিনিই পরম ধন।
কালের ঘন্টা বাজবে যবে ফুরাবে যে দম,
চিরশান্তির দেশে নিতে আসবে তখন যম।
শখের তৈজস বাড়ি গাড়ি স্বজন প্রিয় সব,
রইবে পড়ে স্বজন শুধু তুলবে কান্নার রব।
প্রভুর দানে জীবন পেয়ে মোহে কাটলো দিন,
সাধন ভজন করলে না তাই বাড়লো শুধু ঋণ।
শেষের দিনের কথা ভেবে ছাড়ো মন্দ কাজ,
পূণ্য ছাড়া পাবে কোথা পাড়ের কড়ি আজ?
পাড়ের কড়ি করতে জমা কর্মেতে মন দাও
অনাথ দুখীর সেবা করে ধর্ম করে যাও।
তবেই জেনো প্রভুর কৃপায় পাবে তুমি পার,
নামে ধ্যানে মনটা রাখো সময় নেই যে আর।