মৃত্যুর কোনো নেই ঠিকানা,
নাম না জানা সে অজানা।
সময় কালের করেনা খেয়াল,
হঠাত্ ঝাঁপায়,যেন ধূর্ত শেয়াল!
ঝড়ের রাতে সে মত্ত নেশায়,
বন্যার স্রোতে নিজেকে ভাসায়..
জীবন আসনে তার পূর্ণ অধিকার
কালের সাথে সে করে অঙ্গীকার!
গন্ধ বর্ণহীন মৃত্যুর জীবন,
একলা তার পথচলা;নেই কেউ আপন..
নেই তার প্রতিচ্ছবি; নেই কল্পনা,
নিজেকে নিজের সাথেই করে বঞ্চনা!
প্রতি জন্মের সাথেই মৃত্যুর জন্ম হয়,
কালশেষে…মৃত্যুই তার মৃত্যুর কাছে হয় পরাজয়!