যে লোকগুলোকে ভাবছো মূল্যবান
ওগুলো মূল্যবান নয়
যেগুলোকে দেখছো দৃশ্যায়মান
ওগুলো দৃশ্যয়ামার নয়
যেগুলোকে ভেবেছিলে ওগুলো কিছু নয়
ঐ গুলোই অনেক কিছু
যেগুলোকে ভেবেছিলে ময়লা আবর্জনা
তাকিয়ে দেখো, ওগুলোতেই লুকিয়ে আছে কত সোনা
আমরা সবাই বেখেয়ালে জীবন চলি
আমরা সবাই বেহিসেবে কথা বলি
আমাদের নেই কোন আদর্শগত নিয়মাবলী
এতদিন যেগুলোকে নিরর্থক ভেবে এসেছি
ঐ দেখো ওগুলো সবই আজ সার্থক
আমরা অনেক অসাধারনকেই সাধারণভাবে পেতে পারি
আমরা অনেক দুষ্প্রাপ্যকে অতি সহজেই ছুঁতে পারি
যেগুলোতে এতদিন দেওনি ধ্যান
ওগুলোই ছিল আসল জ্ঞান
যেগুলোকে করোনি মূল্যায়ন ওগুলোই ছিল মূল্যবান।