ওহ দারুন মূর্তি
ওহ দারুন মূর্তি
ভর্তি গড়ে ফুর্তি করে
মূর্তির পোদে সলতে ধরে
তবুও জনগণ এখানে ভিড় করে
সলতেতে ভাই আলো নাই
আলোর জন্য তো পয়সা চাই
পয়সা দাও না ভাই, পয়সা দাওনা ভাই
দাদার বেশে চাঁদা চাই, এটাই যে অভ্যাস তাই
এখনো আমি প্রাণ খুলে গর্ব করি
এখনো আমি মূর্তি গড়ি
মূর্তির তলায় ফুর্তি করি
আগামীতে হয়তো আরও কিছু–
ফন্দি ফিকির করতে পারি
যদি একটু নিজেকে মহান ভাবতে পারি।
এই মূর্তির জন্যই বিবাদের হয়েছিল সৃষ্টি
তার গলা কেটে নেওয়ার কথা বলে রেখেছিলাম দৃষ্টি
মূর্তির রক্ষার্থে সে বলেছিল কথা
আমার বাণীতে সে সেদিন পেয়েছিল ব্যথা
সময়ের ব্যবধানে আছে সে সসম্মানে
আমারই মুখে চুলকালি পড়েছে তা সময় জানে
কেন তাকে বলেছিলাম, কি করে তা বলি
কবির মুন্ডু কেটে দিতে চেয়েছিলাম নরবলি।
লজ্জায় আজ কি যে করি…!
অবশেষে সেই মূর্তিরই পায়ে ধরি
শত লজ্জার মাথা কেটে আমি আজও মূর্তি গড়ি
নিজেরই ধান্দায় মূর্তির তলায় কখনো ফুর্তি করি
মূর্তি গড়ি ,মূর্তি গড়ি ,মূর্তি গড়ি
নির্লজ্জের মত মূর্তির তলাতেই ফুর্তি করি।