প্রাবৃট কালে ধারাসারে
ভাসছে নদী নালা,
ভাসছে গাড়ি ভাসছে বাড়ি
সকলের হয় জ্বালা।
বান এসেছে প্রবল জোরে
ডুবে গেল জমি,
রক্ষা করো ঈশ্বর মোদের
চরণেতে নমি।
ভেসে চলে গৃহ পশু
গাছের মাথায় লোকে,
জিনিস পত্র হারিয়ে সব
মুহ্যমান হয় শোকে।
ধ্বংসলীলা কেমন খেলা
বিধাতা হে! বলো,
কার পাপেতে মিলল সাজা
আঁখি ছলো ছলো।
মজুত শস্য নষ্ট এখন
অনাহারে রবো,
রোদ্দুর প্রভায় উঠবো জেগে
ধানের শিসে কবো।