প্রতিটি মুহূর্ত বুঝিয়ে দেয়,
তৃষ্ণার অভিমুখ;
দেহের ভেতর,ছটফটে আগুন;
কামনার শুদ্ধিকরণে,আগলভাঙার শব্দ
শব্দের গভীরে,নতমুখ পৌরুষ….
একা পুরুষ ,
নারীর ঘামভেজা,জবজবে শরীরে
পরখ করে,
যৌবনের অবাকদ্যুতি!
পুরুষ ও নারী,জারিত হয়-
আদিম সভ্যতার গনগনে আঁচে
সময় অঙ্ক কষে,
মনস্তত্ত্বের জটিল রসায়নে….