মুহূর্ত ছুঁয়ে মুহূর্তে বাঁচি,
হাজারো ব্যস্ততার মাঝে
বন্ধু তোমায় ছুঁয়ে ছুঁয়ে থাকি।
সুখে দুঃখে ভরা এই জীবনে,
প্রতিটি মুহূর্ত ভীষণ দামি।
ফুরিয়ে যাচ্ছি, বলো না বন্ধু!
দক্ষিণা বাতাস প্রাণে লাগিয়ে,
বন্ধুত্বের সুঘ্রাণ বাঁচিয়ে রাখি।
মুহূর্ত ছুঁয়ে মুহূর্তে বাঁচি,
হাজারো ব্যস্ততার মাঝে
বন্ধু তোমায় ছুঁয়ে ছুঁয়ে থাকি।
সুখে দুঃখে ভরা এই জীবনে,
প্রতিটি মুহূর্ত ভীষণ দামি।
ফুরিয়ে যাচ্ছি, বলো না বন্ধু!
দক্ষিণা বাতাস প্রাণে লাগিয়ে,
বন্ধুত্বের সুঘ্রাণ বাঁচিয়ে রাখি।