মনের ডাকবাক্স হারিয়ে গেছে কবেই,
ঠিকানা খুঁজে খুঁজে হয়রান অস্থির পা,
চোখ মেলতেই জরি চুমকি বোনা সোনা রোদ্দুর,
নীল সাদা আকাশের অনন্ত সামিয়ানা,
আমি অনিকেত,
পথভোলা ইচ্ছে পথিক,
বুকের ভেতর অনন্ত নিঃসীম শূন্যে
প্রকৃতির স্পর্শছোঁয়ায় ভবঘুরে জীবন পরিপূর্ণ।
বন বাদাড় চড়াই উৎরাই উৎস অজানা ,
নেই পিছুটান গন্তব্য ঠিকানা বিহীন
মনই মনের দোসর,উদাস বাউল,পায়ের তলায় সর্ষে….
সাঁঝের প্রদীপ মঙ্গলশাঁখ, গার্হস্থ্য পাখির নীড়,
সংসার বয়ে চলে জাগতিক ধারায়…..
দুদিনের জীবন বৈ তো নয়, মুসাফির মন বিশ্বপথিক, নোঙর হীন জীবন।
পৃথিবী স্রষ্টার লঙ্গরখানা,
মাথাগোঁজার ধর্মশালা,
চলাই তো জীবন,পৃথিবীই আপন বেদুইন মনের গৃহকোন…..
ওরে মনপাগল, ভুলে লোটা কম্বল,
সময়ের সাথে জীবনের রঙ্গমঞ্চে শৃঙ্খলহীন অবগাহন….