আমার স্যাঁতস্যাঁতে ভিজে অলিন্দে,
এক মুঠো রোদ্দুর দিতে পারো !
কিংবা আড়াই শো গ্রামের মতো ভালোবাসা।
ভালোবাসার রোদ্দুরে একটু সেঁকে নেবো,
বড়ো সেকেলে,জরাগ্রস্ত স্থবির ভাবনাগুলো।
ঝাউবনের আড়ালে,খেলা করে
টিনেজার এক্স ওয়াই ক্রোমোজোম ।
কানে ভাসে আগামীর কোলাহল,
নবজাতকের ক্রন্দন ধ্বনি ।
তবু কেবল,ইঁট পাথরের প্রতিমূর্তি হয়ে ,
কালের প্রহর গোনার সাক্ষী হওয়া।
ঘড়ি স্তম্ভের গগনভেদী কর্কশতা বুকে নিয়ে ,
তোমার সুঘ্রাণে আজও বাঁচা।