সমস্যা চিরকালই জটিল
তবু আমরা বন বন করে ঘুরছি
একটা তৈরি হওয়া বৃত্তের চারদিকে
তবুও চার পাঁচটা উপহাস ঘিরে
থাকে আমাকে,
সবকিছুর উত্তর পাওয়া যায় না,
দাউ দাউ করে জ্বলছে
পাপের আগুন, তাতে পুড়ছে মনুষ্যত্ব,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে
আজকাল ভুলে যাচ্ছি,
ভুলে যাচ্ছি আমাদের গন্তব্য
কোথায় ছিল ?
তারপর এলোমেলো পথ চলা
ঠিক ভুল সব গুলিয়ে যাওয়া,
তবু সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে,
কারণ পালিয়ে গেলে তো সব শেষ,
কুটিল জনজীবন
তাদের ব্যর্থতা দিয়ে
সব মুছে দিতে চাইবে,
তোমার জীবন থেকে।
আসলে সমস্যা চিরকালই জটিল
তো পালিয়ে গেলে চলবে না,
আমাদের তার মুখোমুখি হতে হবে।
