অতঃপর স্বর্গের বাতাস যখন ভারী হয়
জ্যোৎস্নারা নিজেকে ঢেকে নেয় সুগন্ধী চাদরে।
কুয়াশাচ্ছন্ন পৃথিবী থেকে দৃশ্যমান হয়
একটি একটি করে তারা
চেরা মেঘ থেকে প্রতিধ্বনিত হয়
জীবন যাপনের বার্তা
আবাদহীন পৃথিবী ভেদ করে উড়তে থাকে
রঙিন পাখার প্রজাপতির আলো
যেখানে কোনো শূন্যতা নেই
নেই কোনো মন খারাপের অন্ধকার
পুতুলনাচের মঞ্চ থেকে ভেসে আসে
খিলখিল হাসির আওয়াজ
মুঠো ফোনের পাশ কাটিয়ে
জ্বালিয়ে রাখা বর্ণময় আগুনের শেষে
মুখোশের নীচে আলগোছে ঢেকে রাখি
গলা পচা কুৎসিত মুখের অবয়ব।