তারপর শোকের অশৌচ স্মৃতি ফিকে হয়ে আসে ।
দৈনিক দৃশ্যদল এবং এর চারপাশে ঘোরে ।
শিশিরের স্নান এসে আমাদের শুকনো সুখের শীষে
কামধেনু স্তন হয়ে ঝরে ।
দমবন্ধ শ্বাসের শহরে সামাজিক স্বার্থ দেয়
বহুবিধ শ্রমেদের ক্ষুধার জোগান ।
সময় বদলে যায় উৎসবের সময়ের সাথে ।
উশখুশ বিবেকের তুষ জ্বলে নেভে ।
জেগে আছে জটিল জটলা খুঁড়ে
অনুসন্ধান শেষে প্রামান্য প্রমাণের আশা
আর জনক জননী চোখে
কান্নার অবসর না -পাওয়ার ফাঁকে
শতাব্দীর বিচার যন্ত্রণা ।
জেগে থাকো প্রতিবাদী জাতকের রাতে
মুক্ত রাত্রির রীলে ম্যারাথনী ভবিষ্য মশাল চেতনা ।