একলা থাকুন;একলা চলুন; ঘরের কোণে একলা কথা বলুন,
ভারত মায়ের কান্না থামাতে এই নিয়মটি মেনে চলুন ।
নিজের অবস্থান হোক কেবল বাসস্থান আর ঘরবাড়ি;
কোনো মানুষের সাথে মিলবোনা এখন।আড়ি, আড়ি, আড়ি।
আছি বসে ঘরে ,তাতে যাবোনা কেউ মরে
শান্ত হও, একলা থাকো ,করো না হুড়োহুড়ি।
এই প্রস্তাব,সরকারের এই আশ্বাস, একটু করো বিশ্বাস
আজ এগুলো মানলে তবে সুস্থ রবে বারোমাস,
মনের কাছে ভয়-আতঙ্ক,সাবধানতাই আসল মন্ত্র
করছে প্রচার বারবার সরকার;সজাগ থাকুন গণতন্ত্র।
দেখিওনা মিটিং মিছিল জমায়েতের জনদরদ
বিশ্বজুড়ে ধসের নিমেষ জীবন জাতির,যাচ্ছে এগিয়ে মারণ পারদ,
আকাল হবে ক্ষেত্রফল মোরা যদি হই চঞ্চল
নিজের ঘরে নিজেই থেকে বাড়াতে হবে বাঁচার মনোবল।
আজব গুজব মেলবে পাখা অনায়াসে দরবারে
পীড়াপীড়ি দূরে ঠেলি;যাবো না যাতনা পোষার দরকারে,
বিশ্ব যেন সুখের থালা,পড়াবো তাতে শান্তির মালা
পথ একটাই তার আছে খোলা,শুধু পৃথক পৃথক পথ চলা ।
আমার দেশ তোমার দেশ গোটা বিশ্ব হচ্ছে দেখো করোনায় শেষ
পরিধি মাপার নেই ফিতে আজ; বিপদ আশঙ্কায় প্রতি নিমেষ,
এই অসময়ে সময় বড় দুর্বিষহ
ভয়াবহতার শৃঙ্গে উঠে আকাশ ভেঙে আনতে হবে নব আবহ।
পাড়াপর্ষি আবাল বৃদ্ধ বনিতা ,এক হয়েছি আমজনতা
করোনা মুক্ত করতে হবে,রাখবো অটুট মানবতা,
মিশবনা আজ কারুর সাথে এই করেছি পণ সবে
উঠবে দেখো নতুন সূর্য হাসবে আবার বিশ্ববাসী তবে।