সমুদ্রের বেলাভূমিতে ঘুরে ঘুরে
শুধু খুঁজে মরেছি একটা ঝিনুক।
ঐ একটা ঝিনুক যার মধ্যে আছে মুক্তো।
কত ঝিনুক দেখলাম,
দু-একটা হাতে তুলে নিয়েও দেখলাম,
ভেবেছিলাম হয়তো কোনো না কোনো
একটার মধ্যে মুক্তো থাকতে পারে!
কিন্তু না; শুধু শুধু খোঁজাটাই সার হলো!
মুক্তো তো পেলাম না!
এবার আমি ফিরে যেতে চাই এই বেলাভূমি ছেড়ে।
চলে যাব সেখানে, যেখানে শত ঝিনুক
চোখের সামনে থাকবে না!
থাকবে না মুক্তো খোঁজার অভিপ্সা।
তবে কি ঝিনুকের মধ্যে মুক্তো থাকে না!
হয়তো থাকে।
কেউ না কেউ হয়তো পেয়েছে বা পায়নি মুক্তোর খোঁজ।
ভীষণ লোভ হয়েছিল সমুদ্র তটে ঘুরে ঘুরে
ঝিনুক কুড়াবো,আর যার মধ্যে থাকবে মুক্তো।
মুক্তো সবাই পায় না,মুক্তো সবার জন্য নয়।
তাই ফিরে যেতে চাই।