শিকল বাঁধা প্রেমের পাঁশে
মনটা আমার কাঁপে,
কখন আবার উঠবে আকাশ ভরে
ঘনঘটা মেঘের জটা ।।
মনটা হবে ভরা
বৈশাখের এই ঝড়ে ।।
যেথায় ছিলেম ভালোই ছিলেম ওরে,
মোহ মুক্তির স্তরে ।
তুমি দিয়ে আলো সড়িয়ে নিলে
এ পাড় ওপাড় দুই নিলে ।
আমার—-আবার নুতন করে সাধতে হবে তান
তবে—বাজবে বীণা, তানপুরাতে গান ।