ইচ্ছেরা…….. আজ থেকে তোদের মুক্তি দিলাম।
আর বেঁধে রাখবো না তোদের মনের ঘরে।
সব বন্ধন থেকে তোরা মুক্ত আজ।
ঐ আকাশে পাখির মতো উড়ে বেড়াবি,
মেঘেদের সাথে খেলা করিস ,
“ফিরে আয় “বলে আর ডাকবো না।
পাহাড়, নদী, বনে, মাঠে, পথে প্রান্তরে ঘুরে বেড়াবি।
ঝরণার শীতল জলধারা গায়ে মাখবি,
সমুদ্রের ঢেউয়ের ফেনায় ভাসিয়ে দিবি নিজেদের ,
বনে বনে ঘুরে ঘুরে গান করে বেড়াবি।
প্রাণ ভরে প্রকৃতির রূপ -রস -গন্ধ আস্বাদন করিস।
সত্যি বলছি, মুক্তি তোদের বদ্ধ খাঁচা থেকে।
কথা দিলাম………