মুক্তির স্বাদ
আজ বহুমাস পর স্কুল খুলছে পাখির। খবরটা শুনে থেকেই সে আনন্দে উড়ছিল। উফ যা গেল দুশ্চিন্তা আঁকড়ে বাড়ির খাঁচায় আটকে থাকা!স্কুলজীবন যেন খোলা আকাশে মুক্তির স্বাদ।
“কি রে,কেমন লাগলো আজ স্কুল”?
জানো মা অর্পিতা কি লম্বা হয়েছে গো,সবাই দেখতেও পাল্টে গেছে!তারপর মুখ শুকনো করে বললো,”মা আমার ক্লাসের সাতটা মেয়ের বিয়ে হয়ে গেছে! আবীরার খবর কেউ দিতেই পারলো না!
“মা, আমি কিন্তু কলেজে পড়বো,চাকরি করবো। প্লিজ মা তোমরা আমার জলদি বিয়ে দিও না”।