মুক্তির সন্ধানে ছুটছি আমি আসমুদ্র হিমাচল।
কিন্তু মুক্তি রে তুই কোথায় পাবি!
সংসার বাঁধন এমন! মুক্তি মেলে না।
পরপারে গেলে মুক্তির জন্য গয়ায় পিন্ডদান ।
মুক্ত বিহঙ্গ হতে চাস রে তুই?
তবুও দিনের শেষে নীড়ে ফেরার পালা।
মুক্তির সন্ধানে ছুটছি আমি আসমুদ্র হিমাচল।
কিন্তু মুক্তি রে তুই কোথায় পাবি!
সংসার বাঁধন এমন! মুক্তি মেলে না।
পরপারে গেলে মুক্তির জন্য গয়ায় পিন্ডদান ।
মুক্ত বিহঙ্গ হতে চাস রে তুই?
তবুও দিনের শেষে নীড়ে ফেরার পালা।