মায়ার বন্ধনে বন্দী আমরা
তবু মায়ায় খুঁজি মুক্তি,
ভুলে যাই তবু সব সময়েই
স্মৃতিতে জ্ঞানীর উক্তি।
জানি আজ-কাল-পরশুরা
থাকে যদি স্মৃতি হয়ে,
মুক্তি-চিন্তা মন ছাড়া হবেই
মায়ায় যাবে জড়িয়ে।
তবু মাঝে মাঝে এই মনেতে
একা মানবের হাহাকার,
তখন ভাবি এই বিষণ্ণ ধরায়
কিছু নেই আর চাওয়ার।
বিপন্নতায় দমবন্ধ পরিস্থিতি
মুক্তিকে জানায় আহ্বান,
অথচ সময় আসেনি বলেই
দেহ ছাড়া হয় না প্রাণ।
জাগতিক এই দেহ ও মনের
তাই মুক্তি মেলা দুস্কর,
ঈর্ষা,দ্বেষ,ঘৃণা,লোভ ইত্যাদি-
ত্যাগান্তেই মুক্ত হয় অন্তর।।