তোমারেই হেরি যতেক কবির
কাব্য যে ঝরে পড়ে
তোমারেই হেরি যতেক ” আশিক “
হায় গুমরিয়া মরে!
তোমারেই হেরি মা কাকি শ্বাশুড়ি
হিংসায় হরিদাভ!
তোমারেই হেরি বংসুন্দরী
ফিল্মেতে অমিতাভ!
তোমারেই হেরি সকল পুরুষই
“হেমন্ত” হতে চায়
মনে বসন্ত হেমন্ত পাখি
তোমা পানে পিছু চায়
তোমারেই হেরি সুবিচারপতি
স্থগিত রাখেন রায়
তোমারেই হেরি মিস ইউনিভার্স
হিংসায় ফেটে যায়!
তোমারেই হেরি বঙ্গতনয়া
আজকে যে বোরোলিন
ব্রাত্য করেই পার্লারেতেই
লাইন দেয় রাতদিন!
তোমারই চিত্রে অনেক “শরাবী “
“মদিরা” করেছে ত্যাগ
তোমারে বিশ্বে সকল পুরুষই
ফেসবুকে করে ট্যাগ!
তোমার জনপ্রিয়তা তোমায়
দিয়েছে অনেককিছুই
তাই হে বাঙালী ঘরের লক্ষ্মী
মা আসেন তোমা পিছু!